ফেনীর ছাগলনাইয়ায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোস্তফার নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকালে ছাগলনাইয়া পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
মটুয়া ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সামছুল হকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান বক্তা ছিলেন, আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল বাকী শিমুল চৌধুরী, আবদুল মোমিন চৌধুরী, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গিয়াস উদ্দিন ও মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, উন্নয়ন চাইলে, শান্তি চাইলে, সেবা চাইলে, নৌকা প্রতীকে ভোট দিন।
মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা বলেন, নৌকার সাথে থাকুন, নৌকা প্রতীকে ভোট দিন, আমাকে মেয়র নির্বাচিত করুন। আমি দলমত নির্বিশেষে দিন-রাত আপনাদের জন্য কাজ করবো।