মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে রেফারাল পদ্ধতিতে গ্রাহক সংগ্রহ করে হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালাচ্ছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৫ অক্টোবর) দুপুর থেকে অভিযান পরিচালনা শুরু হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে অভিযান শুরু হয়। অভিযানে প্রতিষ্ঠানটির পরিচালক শাকিলসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।