২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রটেক্ট’ নামের ফিচারটি টার্ন অন বা চালু না করলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে বলে বার্তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনি প্রার্থী তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকেও বাড়তি সুরক্ষা দেবে। ফেসবুক বলে, ‘পেজ পাবলিশিং অথরাইজেশন বা কোনো কনটেন্ট প্রকাশের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়, কারা পেজের নিয়ন্ত্রণ করেন। আমরা হয়তো কখনোই অপতৎরতায় যুক্ত সবাইকে ধরতে পারব না, তবে এ কর্মসূচি অনেকগুলো পদক্ষেপের একটি যার মাধ্যমে অ্যাকাউন্ট খোয়ানোর মতো ঘটনা কঠিন হয়ে পড়বে।’ যেভাবে ফেসবুক প্রটেক্টে তালিকাভুক্তি ফেসবুক প্রটেক্ট কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা ফেসবুকে প্রম্পট দেখতে পাবেন।