‘অবৈধ দখলে থাকা জম্মু-কাশ্মীরে’ ভারতের ভয়াবহ নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর কাছে নালিশ জানালেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম।
জম্মু কাশ্মীরে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের প্রশংসা করেছেন পাকিস্তানি দূত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির নির্দেশনায় তিনি জাতিসংঘ মহাাসচিবের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় গুতেরাঁ’কে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে আহবান জানান পাকিস্তানি এই দূত।
এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তানি সংস্করণ অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। সাক্ষাতে কাশ্মীর থেকে জোরপূর্বক জম্মু-কাশ্মীরকে ভারত দখলে নিয়েছে বলে অভিযোগ করেন পাকিস্তানি দূত মুনির আকরাম। এ সময় জম্মু ও কাশ্মীরে অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব গুতেরাঁ। তিনি উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।