পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসায় সফিবদ দরবার শরীফের উদ্যোগে ২৩ অক্টোবর শনিবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের পীর পীরে কামেল আল্লামা আবু বকর সিদ্দীক আল কাশেমীর সভাপতিত্বে ইসলামী তাসরিফ আনিবেন চাঁদপুর জজ কোর্ট বায়তুল আমান জামে মসজিদের খতিব ও জমিয়েতে হিযবুল্লা চাঁদপুর জেলার সভাপতি মাও. সাইফুদ্দিন খন্দকার,সিঙ্গুলা দরবার শরীফের পীরজাদা হাফেজ মাও. নাছির উদ্দিন,ফরিদপুর দারুল উলমু নিজামীয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. আব্দুল্লাহ আল হাছান,হোমনার অনন্তপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার হযরত মাও. আব্দুল কাদের,খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাও. ইব্রাহিম কাউছার,দাউদকান্দি ভবানীপুর উত্তরকান্দি জামে মসজিদের খতিব হযরত মাও. জাকির হোসেন,সফিবাদ জামেয়া আহমাদিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস মাও. জিসান শরীফ ও সফিবাদ বাইতুন জামে মসজিদের ইমাম মুহাম্মদ শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার,মুফাস্সিরে কুরআন সফিবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাশেম। উক্ত ইসলামী মহাসম্মেলনে এলাকার সকল ধর্মপ্রান মুসলমানদের দলে দলে যোগদান করে সম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।
কচুয়া: কচুয়ার সফিবাদ জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসা ও কমপ্লেক্স।