কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্তৃক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রোগীদের মাঝে নিউরোলজি ও গাইনি চিকিৎসার পরামর্শ সহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
ইতোপূর্বে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রমকে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন সাধুবাদ জানিয়েছেন।