তুরস্কে সরকারি উদ্যোগে ব্যাপকভাবে পবিত্র কোরআনের হিফজ প্রচেষ্টা চলছে। দেশটিতে অল্প সময়ে যেকোনো বয়সীদের জন্য হিফজের বিশেষায়িত প্রোগ্রাম চালু হয়েছে। ইস্তাম্বুলের সাবাহাদ্দিন জেইম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ বিশেষ পদ্ধতি অনুসরণ করে মাত্র ৭৫ দিনে কোরআন হিফজের প্রোগ্রাম শুরু করা হয়েছে। আরবি সংগীতের বিশেষ ‘মাকামাত’ সুর ও সম্মিলিত পাঠরীতি অনুসরণ করে মাত্র আড়াই মাসে পুরো কোরআন মুখস্ত করছে সেখানকার শিক্ষার্থীরা। সাবাহাদ্দিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. উজজান বলেন, ‘এ প্রকল্পে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। বিশেষত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক ও সচেতনতা এখানে তাৎপর্যপূর্ণ। এখানে প্রথমে শিক্ষার্থীরা প্রতিদিন ১০ পৃষ্ঠা হিফজ করেন। মাস শেষে তা পুনরাবৃত্তি করে শোনান।’ তিনি আরও বলেন, ‘তুরস্কসহ বিশ্বে প্রচলিত রীতি অনুসারে কম বয়সীরা একটি দীর্ঘ সময় ব্যয় করে পবিত্র কোরআন হিফজ করে থাকে। ব্যতিক্রমী পদ্ধতি হিসেবে অল্প সময়ে হিফজের এ পদ্ধতি বিশ্বে হয়ত এবারই প্রথম।’