কচুয়ায় ইয়াবাসহ যুবক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পূর্ব কালচো গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে কচুয়া থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত. শাহজালাল মিয়ার ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রুবেল মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কচুয়া: পুলিশের হাতে আটককৃত রুবলে মিয়া।