লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে প্রাণ গেল ছয় জনের। শুক্রবার ত্রিপোলির ঘোট শাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়।
এ সময় রক্ষীদের গুলিতে এ ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসী সংস্থা বলেছে, শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যেই এ নিহতের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে লিবিয়ায় মানবপাচারকারীদের বন্দিশালায় বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আটকে থাকার প্রেক্ষাপটে সাঁড়াশি অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় পাঁচ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়। যাদের অনেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী।
লিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতাররা আফ্রিকার বিভিন্ন দেশের, যাদের অনেকেই যুদ্ধ এবং নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে। অবৈধ অভিবাসন ও মাদকপাচার চক্রের সঙ্গে এদের সম্পৃক্ততা থাকতে পারে।