মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামে, ষোলঘর ও আটপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকারের অপরাধে ২ ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার প্রণব কুমার ঘোষ।
জব্দকৃত জালঃ প্রায় ৬০,০০০ মিটার। ( কারেন্ট জাল প্রায় ৩০,০০০ মিটার, মশারী জাল প্রায় ২০,০০০ মিটার ও চর ঘের জাল ১০,০০০ মিটার)। জব্দকৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয় এবং ৪ টি ভেসাল উচ্ছেদ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্য বৃন্দ।