কচুয়া উপজেলার ১৩৮নং আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা রোকেয়া আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নান্নু,ইউপি সদস্য আবুল হোসেন,সাবেক ইউপি সদস্য ফাতেমা আক্তার,সহকারী শিক্ষক আব্দুল আজিজ,ফেরদৌসী বেগম,ম্যানেজিং কমিটির সদস্য নাজমা আক্তার,শিখা রানী,স্থানীয় সমাজসেবক নেয়ামত উল্যাহ,আব্দুল কাদের,মানিক প্রধানীয়া,আবু সুফিয়ান,ওচমান গনি পাটওয়ারী,ইসমাইল চৌধুরী,ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী বাড়ানো,শিক্ষার মান উন্নয়ন,শ্রেনী কক্ষে পাঠদানে মনোযোগী হওয়া সহ নানান বিষয়ে আলোচনা সভা করা হয়। সভাপতি মুক্তার মজুমদার বলেন, আমি নিতে আসেনি,আপনাদের সার্বিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করতে এসেছি। শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদানের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম এগিয়ে নিতে হবে।
কচুয়া: কচুয়ার আয়মা সপ্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তার মজুমদারকে ফুল দিয়ে বরণ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।