কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের দোয়াটি সার্বজনীন কালিমন্দির রাস্তা নির্মাণ কাজে ডোবার পানি সরিয়ে নেয়ায় এবং বর্তমানে ওই ডোবায় পানি ভরাট হওয়ায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় পাশ^বর্তী একটি বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। এঘটনায় দোয়াটি গ্রামের জগদীশ খলিফা বাড়ির হতদরিদ্র শ্যামল সরকার তার বসতভিটা রক্ষা করতে এবং ঠিকাদার কর্তৃক ক্ষতিপূরন চেয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আবেদন করেছেন।
ক্ষতিগ্রস্থ শ্যামল সরকার জানান, আমার বাড়ির দক্ষিন পাশে নতুন পাকা রাস্তা নিমার্নের সময় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অপরিকল্পিত ভাবে পুকুরের পানি কমিয়ে গাছগাছালি মাটি ভেঙ্গে ফেলে। ফলে আমার সীমানার বেশকিছু মূল্যবান গাছ ও মাটি পুকুরে ভেঙ্গে যায়। আমি আমার গাছ ও মাটি ভেঙ্গে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরন চাই।
এব্যাপারে কচুয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. কামাল হোসেন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে এ বিষয়ে অবগত করা হবে।
কচুয়া: কচুয়ার দোয়াটি সার্বজনীন কালিমন্দির রাস্তা নির্মাণ কাজে ডোবার পানি সরিয়ে নেয়ায় বসতবাড়ি তলিয়ে যাওয়ার একাংশ।