দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ সেপ্টেম্বর ) সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আবুল কালাম আজাদ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার আব্দুর রউফ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, বিরামপুর সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল একেএম শাহজাহান আলী, এছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ,ইমো হ্যাকার, বাল্য বিবাহ, মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটনা ঘটেছে । এসময় ইমো হ্যাকার , মাদক সহ বাল্য বিবাহ বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তাঁরা।