কোভিড-১৯ এর কারনে প্রায় দেড় বছর পর স্কুল খোলার নির্দেশনা প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতা রবিবার (১২ সেপ্টেম্বর) সারাদেশে স্কুল খোলার সিদ্ধান্ত নেন সরকারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ জাঁকজমকপূর্ণ ভাবে ও স্বাস্থ্যবিধি মেনে আবারও নতুন করে কচিকাঁচা শিক্ষার্থীদের বরন করে নিলেন।দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি নুরে আলমগীর, পিটিএ সভাপতি ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিম সহ অত্র স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক পরিচালনা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ।