করোনার মহামারি সময়ে চালের দাম কমাতে নানা উদ্যোগ নিলেও সুফল মেলেনি চাউল বাজারে।
চাউলের বাজারে এখন মোটা চাল ৪৮ টাকা, মাঝারি ৫৫ টাকা ও সরু চালের কেজি ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
গত আগস্টে ৪১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৯৩০০০ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।
এবং আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে ২৫% করা হয় এরপরে সরকারি পর্যায়েও চাল আমদানি করা হয়েছে। কিন্তু এর পরেও চাউলের দাম কমছে না; উল্টো সপ্তাহের ব্যবধানে কেজিতে এক-দেড় টাকা করে বাড়ছে। এতো সাধারণ মানুষের মধ্যে হতাশা। সরকার মনিটরিং করার পরেও চাউলের দাম বাড়তি।
চাউল ব্যবসায়ীরা জানান আগামীতে চালের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না চাল ব্যবসায়ী, মিল মালিকরাও।
তবে তাদের ধারণা, যাদের চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে, তারা ঠিকমতো আমদানি করলে এবং সরকারি তদারকি থাকলে কিছু টা হলেও চাউলের দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন।