খুলনার পাইকগাছায় একাধিক নারীকে ব্লাক মেইল করে আপত্তিকর ছবি ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ তাপস ব্যানার্জী ( বাবলু) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় নির্যাতনের স্বীকার এক নারী বাবলু ব্যানার্জীর বিরুদ্ধে থানায় মামলা করেন। বাবলু উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের মৃত: কিরন ব্যানার্জীর ছেলে।
থানায় মামলা ও স্থানীয় সুত্র জানিয়েছেন বাবলু তার নিজের এলাকায় বিভিন্ন কৌশলে একাধিক নারীর সাথে সম্পর্ক গড়ে তুলে তুলতেন। এর পর নানা কৌশলে এসব নারীকে ধর্ষন করতেন এমনকি মোবাইলে আপত্তিকর ভিডিও করে রাখতেন। নাম প্রকাশ না করার শর্তে এক নারী অভিযোগ করেন বাবলু আপত্তিকর ছবি ইন্টারনেটে দেবার কথা বলে অর্থও হাতিয়ে নিত। এক সময় এসব নারীদের কাছ থেকে সুবিধা না পেয়ে বাবলু আপত্তির ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে তাহা ভাইরাল হয়। এ ঘটনায় মঠবাটী গ্রামের সমিরন রায় চৌধুরীর স্ত্রী বাদী হয়ে বাবলু ব্যানার্জীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ৮(২) ৮(৩) ৮(৪) ধারায় মামলা করেছেন,যার নং-৫। তাং ৬ সেপ্টেম্বর, ২১। এদিকে সোমবার অভিযান চালিয়ে থানা পুলিশ এসআই তাকবীর হোসেন সঙ্গীয় ফোর্স বাবলু ব্যানার্জীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাবলু ব্যানার্জীকে আদালতে প্রেরনের তথ্য দিয়ে ইন্সপেক্টর ( তদন্ত) স্বপন কুমার রায় বলেন,বাবলু ইতোপুর্বে একাধিক নারী সাথে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের আপত্তিকর ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে জঘন্নতম অপরাধ করেছে।