ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলতি আগস্ট মাসে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রদত্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রায় সকল গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
শত শত গ্রাহক অভিযোগ করে জানিয়েছেন বিগত জুলাই মাসের বিদ্যুৎ বিল থেকে আগস্ট মাসের বিদ্যুৎ বিল প্রায় সকল ক্ষেত্রে দ্বিগুন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আরও বেশী বিল করা হয়েছে। উক্ত বিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম উত্তর কুমার সাহা জানান, দেড় মাসের বিল একসাথে করা হয়েছে এবং কোরবানীর ঈদ থাকায় ফ্রীজ বেশী ব্যবহার করায় বিল বেশী হয়েছে। আগামী মাসের বিল কম হবে। নান্দাইলের অলি মাহমুদ মাদ্রাসায় ভুতুড়ে বিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম জানান, তাঁর বাসার বিদ্যুৎ বিল গত জুলাই মাসে ছিল দুই হাজার টাকা, বর্তমান আগস্ট মাসে বিল করা হয়েছে পাচঁ হাজার টাকারও বেশী। এছাড়া এ ধরনের অভিযোগ করেছে নান্দাইলের আরো শত শত বিদ্যুৎ গ্রাহক। নান্দাইলের বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ আগস্ট মাসের অস্বাভাবিক বিল কেন করা হল বিষয়টি তদন্ত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্তপক্ষের জরুরী দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হোক।