৩০ ই আগস্ট সকাল ১১ টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর ধারাবাহিকতায় মৎস্যচাষীদের মৎস্য বর্তমান সরকারের মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন মৎস্য কর্মকর্তা মোঃ কাওছার হোসেন।
প্রামাণ্যচিত্রে, বিভিন্ন জাতের মাছ চাষ,
মাছের রোগবালাই, মাছ দ্রুত বৃদ্ধি হওয়া, মাছের বংশবৃদ্ধি সহ বিষয়ে বিভিন্ন চিত্র তুলে ধরেন, মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, মাছ চাষীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ মাছ চাষে তৃতীয় স্থানে অবস্থান করছেন এবং ইলিশ মাছ প্রথম স্থান অর্জন করেছে। এসময় মাছ চাষিদের মধ্যে উপস্থিত ছিলেন- কাসেম মন্ডল রতনপুর, অধীর কুমার ঘোষ ঘাটপার, শ্রীমতি পিতলি পাহান ধানজুড়ি, বিশাল মাড্ডি রতনপুর দিলীপ কুমার কুমার খানপুর, আনারুল খানপুর, কমল সরকার খানপুর, শুকাসন্দ্র বাহার মৌ পুকুর, মোজাফফরপুর রতনপুর প্রমুখ।