বগুড়া শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে শেরপুর থানার চৌকস পুলিশ অফিসারদের দিকনির্দেশনায় এস.আই (নিঃ) মোঃ সাচ্চু বিশাস, সঙ্গীয় এস.আই (নিঃ) তন্ময় কুমার বর্মন, এএসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম , এএসআই (নিঃ) মোঃ খায়রুল বাসার , এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিকালীন শেরপুর বাস্ট্যান্ডে অবস্থান করে।
২৯/০৮/২০২১ খ্রিঃ তারিখ রাত্রি ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে , শেরপুর থানাধীন পৌরসভার অন্তর্গত ধুনট মোড়স্থ বাইতুল নুর জামে মসজিদের সামনে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবস্থান করিয়া অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ দখলে রাখিয়া কৌশলে মাদক সেবীদের নিকটে বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জ , শেরপুর থানা , বগুড়া সাহেবকে অবগত করিয়া সংবাদের সত্যতা যাচাই করার জন্য উল্লেখিত অফিসারসহ রওনা হইয়া বর্ণিত স্থানে রাত্রি ৯.১০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া উক্ত আসামী দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারের সহায়তায় মোঃ সাগর ইসলাম সজিব (৩১) , পিতা – মোঃ জহুরুল ইসলাম মিলন , সাং – রনবীরবালা , থানা – শেরপুর , জেলা – বগুড়া এর হেফাজত হইতে উদ্ধারকৃত ০৩ (তিন) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ফেন্সিডিলসহ গ্রেফতার করে আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।