বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি সাংবাদিকদের বলেন, ডেনভি-৩ দেশে প্রথম পাওয়া যায় ২০১৭ সালে। এত দিন সবাই ডেনভি-১ ও ডেনভি-২ তে আক্রান্ত হতেন। অনেকেরই এই ধরনের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যারা আগের দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে। তাই এবার মৃত্যু বেশি। ডেনভি-৩ ভ্যারিয়েন্ট ডেনভি-১,২ এর চেয়ে বেশি ভয়ংকর।
আজ বেলা ১১টায় বিসিএসআইআরের আইএফআরডি অডিটরিয়ামে আয়োজিত ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬৫ জন। এর মধ্যে ২১৪ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫১ জন।এর আগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছিলেন ১৮৪ জন। সে তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়েছে।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুনদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১১ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগে রোগী ভর্তি রয়েছেন ১৪৪ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪১৫ জন। আর ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে এই সময়ে ডেঙ্গুতে ৪১ জন মারা গেছেন।