“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গন আরো বেগবান ও বিকশিত করার লক্ষ্য মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওয়াতা ছাগলনাইয়া উপজেলার ৬ টি ক্লাবকে (সরকারী প্রাথমিক বিদ্যালয়) সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্য্যলয়ের আয়োজনে রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভা কক্ষে সাংস্কৃতিক উপকরণ গুলি বিতরণ করা হয়।
সাংস্কৃতিক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
অনুষ্ঠান শেষে উপজেলার (৬ টি ক্লাবের অন্তর্ভুক্ত) দারোগারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কিশোর কিশোরী ক্লাবকে সাংস্কৃতিক উপকরণ হিসেবে হারমোনিয়াম, ক্যারাম বোর্ড, দাবা, লুডু, তবলা, বাইসাইকেল সহ অন্যন্য সাংস্কৃতিক উপকরণ তুলে দেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ আরো অনেকেই।