ফেনীর ছাগলনাইয়া পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত মীর শপিং কমপ্লেক্স’র মালিক পক্ষ’র কাছ থেকে অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে ভাড়াটিয়া দোকানদারেরা ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯ টা থেকে মার্কেটের সামনে ভাড়াটিয়া দোকানের মালিক ও কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ, বিভিন্ন দাবি নিয়ে ধর্মঘট পালন করা হয়।
মীর শপিং কমপ্লেক্স মার্কেট কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ্ ও সাংগঠনিক সম্পাদক শাহেদ মুন্সি দৈনিক বাংলার অধিকারকে জানান, লকডাউন চলাকালীন মার্কেটের দোকান ভাড়া মওকুফ, সিঁড়ি দিয়ে বৃষ্টির পানি পড়া বন্ধ, বাথরুমের ব্যবহার অনুপযোগী ও মার্কেটের সামনে পানি পড়া বন্ধ সহ বিভিন্ন দাবী পেশ করেন মার্কেটের মালিক পক্ষের কাছে। কিন্তু মার্কেটের একাধিক মালিক হওয়ায় একেকদিন এক মালিক এসে ভাড়াটিয়াদের সাথে ভাড়া বৃদ্ধি সহ অসৌজন্যমূলক আচরণ করে থাকে। তারা আরো বলেন আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান। যদি মালিক পক্ষ ভাড়াটিয়াদের সাথে ক্ষমা চায় তাহলে আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হবে।
অপরদিকে মালিকপক্ষ ও মার্কেটের ভাড়াটিয়া দোকানদের সাথে বৈঠক হয়েছে বলে জানাযায়। এসময় আরো উপস্থিত ছিলেন শপিংমল কমিটির আহবায়ক মোঃ আলম পাটোয়ারী, সদস্য সচিব মোশারফ হোসেন মজুমদার সহ বিভিন্ন মার্কেটের ভাড়াটিয়া দোকানদার সহ আরো অনেকে।