ফেনীর ছাগলনাইয়ার নিচিন্তা গ্রামে রোজাদার বৃদ্ধা ফিরোজা খাতুনকে (৬৫) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। শনিবার (২১ আগস্ট) গভীর রাতে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর ইউনিয়নস্থ নিচিন্তা এলাকা হইতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, এসআই জাহাঙ্গীর দর্জি, এএসআই মনির হোসেন, এএসআই আবু তোরাফ ও সঙ্গীয় ফোর্স সহ আসামী মোঃ ইয়াছিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ওই গ্রামের মুলকুতের রহমান ওরফে মুকবুল ড্রাইভারের ছেলে। হত্যা মামলার আসামী মোঃ ইয়াছিনকে গ্রেফতারের পর পরই জেলা আদালতে সোর্পদ করেন ছাগলনাইয়া থানা পুলিশ।
উল্লেখ্য যে, গত ১৮ মে সন্ধ্যায় আম গাছের মালিকানা বিরোধের জেরে ফিরোজা খাতুনের (৬৫) ঘরে ঢুকে তার উপর হামলা চালায় ভাড়াটে সন্ত্রাসীরা। ওইদিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বৃদ্ধা ফিরোজা খাতুন। পরদিন নিহতের ছেলে ৪ জনকে এজাহার নামে আসামি করে থানায় মামলা দায়ের করেন।