আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা এতে ৫ জন মৃত্যুর খবর পাওয়া যায়।
একটি বিমানে অনেক মানুষ দেশত্যাগের চেষ্টা করলে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়েছে জানা যায়, তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি গুলি ছোড়া হয়, থামাতে এই গুলি ছোড়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স সংবাদ পএ।
ওই কর্মকর্তা বলেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতে গুলি ছোড়তে বাধ্য । প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি পাঁচটি মৃতদেহ একটি গড়িতে তুলতে দেখেছেন। আরেকজন বলেছেন, তারা গুলিতে নাকি ভিড়ের মধ্যে পড়ে নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় করে যানা যায়নি।