খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।<
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের চাঁদপুর জেলা শাখা সভাপতি শিবু চন্দ্র দাস এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এই ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শূণ্য করার পায়তারা চলছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস,নির্বাহী সম্পাদক রনজিত চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব দাস,ও সাংগঠনিক সম্পাদক বাসুদেব রায়,এবং সভাপতির বক্তব্যে বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হামলাকারীদের কঠোর হাতে দমনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সহ বিভিন্ন হিন্দু মহাজোটের নেতা-কর্মীরা অংশ নেয়।
শিবু চন্দ্র দাস দৈনিক বাংলার অধিকার কে জানান-বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সকল নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান চাঁদপুরের গর্ব এস ডি স্বপন টেলিফোনে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তিনি বলেন খুলনা সহ দেশের সকল জায়গায় আজ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা লুটপাট ও দখলবাজীর মতো ঘটনা ঘটেছে,আমাদের সজাগ থাকতে হবে।
এবং তিনি আরও জানান আজকের মানববন্ধন কর্মসূচিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার ও পুলিশ কমকর্তার ও গোয়েন্দা সংস্থা সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।[
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি লায়ন কিশোর সিংহ রায়, সিনিয়র সহ-সভাপতি সহ- সভাপতি প্রবীএ সুএ ধর, কানু দত্ত, যুগ্মসাধারণ সম্পাদক প্রণব সাহা, সাংগঠনিক সম্পাদক বাসুদেব,
মহিলা বিষয়ক সম্পাদিকা তপতী কর সহ মহিলা সদশ্যরা, লালাল, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ দুলাল দাস, দপ্তর সম্পাদক শ্রী প্রেমিক সরকার সাগর, ধর্ম ও মঠ-মন্দির বিষয়ক সম্পাদক শ্রী শুভ দাস, ছাত্র মহাজোটের উপস্থিত ছিলেন উত্তম চন্দ্র পাল সভাপতি, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেবনাথ