চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ১১নং গোহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত লক্ষীপুর-কান্দিরপাড় রাস্তার লক্ষীপুর দঃ পাড়া হাফেজ শাহ হুজুর বাড়ী থেকে লক্ষীপুর প্রধানীয়া বাড়ীর পশ্চিম পাশের ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করনের জন্য যথাযথ কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছিঃ—–
ক্ষমতাসীন আওয়ামী সরকারের সারাদেশব্যপি চলমান উন্নয়নের মাঝে এমন গুরুত্বপূর্ণ ও জনসমাগম মুখর একটি রাস্তার উপরোক্ত চিত্র সত্যিই বড় বেমানান।
এই রাস্তাদিয়ে প্রত্যহ কচুয়া উপজেলা ও পাশ্ববর্তী শাহারাস্তি উপজেলার আনুমানিক ১০০০ জন লোকজন চলাচল করে থাকেন।
একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। আর বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে পায়ে হেটে যাওয়াও দুষ্কর হয়ে যায়।
এলাকার ভুক্তভোগী মানুষ দৈনিক বাংলার অধিকার কে জানান জনগনের চাহিদার তুলনায় এই রাস্তার বেহাল দশা,এই কারনে ভারী যানবাহন দূরের কথা রিক্সা সাইকেল চালানোও অসম্ভব। এই এলাকার মানুষ তাদের অতিপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিয়ে গন্তব্যে নিতে হয়।
আমরা এর প্রতিকার চাই,আমরা সবসময়ই নিধারুন কষ্টের সম্মুখীন হই।স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা জানান আমরা স্কুল, কলেজে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ার কারনে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা সহ কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুল,কলেজে যেতে পারি না।আমরা অতি সহজেই রাস্তাটির উন্নয়নের জন্য শুভকামনা করছি।
তাছাড়া প্রায়শঃই বয়স্ক ব্যক্তিদের এই রাস্তা দিয়ে চলাচলের সময় বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হতে হয়।
বিভিন্ন সময় প্রায় জনপ্রতিনিধিগনই এই রাস্তা পাকাকরনের আশ্বাস দিলেও কেউই তাদের কথা রাখতে পারেননি।
দেশের বিভিন্ন জনসমাগমহীন রাস্তা পাকাকরন হলেও কেন জানি এই জনসমাগম মুখর রাস্তাটি পাকাকরণ থেকে বঞ্চিত হয়ে আছে।আর নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে এ এলাকার প্রায় পাঁচ হাজারের ও অধিক জনগনকে।
এই রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ মাধ্যম সহ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এ পর্যন্ত কোন সূফল মেলেনি।
কচুয়া উপজেলার মাননীয় সাংসদ সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট লক্ষীপুর দঃ পাড়ার লোকজন সহ এই রাস্তায় চলাচলকারী জনগনের প্রানের দাবী যেকোনো মূল্যে অনতিবিলম্বে এই রাস্তাটি পাকাকরণের জন্য যথাযথ ব্যবস্থা নিন এবং এই এলাকা সহ এই রাস্তায় চলাচলকারী জনগনকে এই অমানবিক কষ্ট থেকে মুক্তি দিন।