১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও নিহতদের স্বরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব ( মাঠপাড়া) মিলনায়তনে জেলা প্রেসক্লাবের আয়োজনে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৩ আগস্ট বাদ আসর মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবরে আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি এড সোহানা তাহমিনা।
উক্ত দোয়া ও আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল সভাপতিত্বে সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় জাতির জনকের ৪৬ তম মৃত্যুবার্ষীকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা পর্যালোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক এশিয়াবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, কোষাদক্ষ ও দৈনিক দিনের পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ-উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা গজারিয়া প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ, প্রচার সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ও দৈনিক বাংলাদেশ কন্ঠ শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান রিদয়, কার্যকরি সদস্য ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি আবুল কালাম, কার্যকরি সদস্য দেলোয়ার হোসেন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তানজিলা পারভিন,
জেলা আইনজীবী সমিতির সদস্য এড জানে আলম প্রিন্স, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফারহানা আক্তার এ্যানি, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি খাদিজা আক্তার সহ আরো অনেকে।