বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত “সামাজিক বনায়ন কর্মসূচি” সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয় ও পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মী, চাঁদপুর।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য সারাদেশে বাংলাদেশ পুলিশ ও পুনাক “সামাজিক বনায়ন কর্মসূচি” হাতে নিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ সুপার এবং পুনাক সভানেত্রী, চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব সুদীপ্ত রায়, পুনাক সহ-সভানেত্রী জনাব পূজা দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।