গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলাম(৬৫)। এ সময় তার ছেলে ও গাড়ি চালক আহত হয়েছেন।
সোমবার ৯ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার মুসলিমপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা। তিনি মেসার্স নজরুল অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান। এলাকায় একজন সমাজসেবক হিসেবেও পরিচিত।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে রহনপুর নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম। গাড়িটি নাচোল মুসলিমপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন নজরুল ইসলামসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলামের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব এরফান আলী, সাবেক সভাপতি আবদুল ওয়াহেদসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজ গভীর শোক প্রকাশ করেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।১০ আগষ্ট মঙ্গলবার বিকেল ৩ টার সময় নিহতের জানাযা অনুষ্ঠিত হবে।