ফেনীর ছাগলনাইয়া পৌরসভার জিরো পয়েন্টস্থ যৌথ সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সূত্রে জানাযায়, ফেনী ট্রাফিক পুলিশ বিভাগ ও ছাগলনাইয়া থানা পুলিশ বিভাগের সমন্বয়ে বুধবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিনিয়র সহকারী এসপি (ছাগলনাইয়া-পরশুরাম) সার্কেল সোহেল পারভেজ’র নেতৃত্বে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফেনী ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ নাজমুল হক ও ট্রাফিক সার্জেন্ট মোঃ রফিক। এ সময় মোটরসাইকেল আটক করে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও অন্যন্য কাগজপত্রাধি না থাকার কারনে ২০ টি মামলা সহ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ০১৮৫৭২৪৯০৮২
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ সহ অন্যন্য পুলিশ সদস্যরা।