গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮৭ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ২৭৯ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ কথা জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৯৭৮ জন রোগী ।
এছাড়াও ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৪০ জন রোগী ভর্তি অবস্থায় আছে ।
অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৮ জন রোগী। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।
তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০ জন। বাকি রুগীকে হাসপাতালে ভর্তি অবস্থায় সেবা