চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘জীবে প্রেম করে যেইজন ,সেইজন সেবিছে ঈশ্বর’এক অসহায় পিতাকে একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে নিরূপায় হয়ে অন্যের কাছে হাত পাততেও সংকোচ প্রকাশ করেননি।এমনি অবস্থার শিকার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নিবাসী মোহাম্মদ সাত্তার বিশ্বাসের ছোট জামাতা, সাবিনার ইয়াসমিন এর স্বামী, শাকিল আক্তার দীর্ঘ ছয় বছরের অধিক সময় ধরে কিডনি জটিলতায় ভুগছেন। চিকিৎসক ডাঃ নূরে আলমের তত্বাবধানে থাকা শাকিল আক্তারের হঠাৎ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।তার ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।বর্তমানে তিনি ডায়ালাইসিস এর জন্য রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্যমতে, বর্তমানে তার দুটি কিডনি বিকল এবং করোনা আক্রান্ত। তার এ অবস্থার উন্নতিতে নতুন কিডনি প্রতিস্থাপন জরুরী হয়ে পড়েছে।তার জন্য প্রয়োজন কমপক্ষে ২০-২৫ লক্ষ টাকা।দীর্ঘদিন যাবত তার চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনের জন্য এত বড় অংকের টাকা যোগাড় করা তার পরিবারের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।সাবিনা’র একমাত্র মেয়ে ফাইজা আক্তার সুরমা জানান,”আমি সুরমা,বর্তমানে রাজশাহী সিটি কলেজে অধ্যায়নরত করছি। আমার বাবা গত ৬ বছর যাবৎ কিডনি জটিলতায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা। তার চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তার ব্যয়ভার বহন করা তাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। তাই আমার বাবার চিকিৎসায় পরিচিত-অপরিচিত সকলকে অনুগ্রহ করে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি”।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা
ব্যাংক একাউন্টঃ-শাকিল আকতার, সঞ্চয়ী হিসাব নং:৪৬২২৭০১০০৮৯৫৩ ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ, সোনালি ব্যাংক, রাজশাহী।ফাইজাঃ-বিকাশ/নগদ নম্বর:০১৭১৭১৮২৪১২,