সাইমুন হাওলাদার সোলায়মান
(বেতাগী উপজেলা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এলাকায় গতো ১৮/১২/২০২০/ ইং তারিখ এ গাছ কাটাকে কেন্দ্র করে ভুক্তভোগী মোঃ আবদুল খালেক কে টর্চ লাইট দিয়ে তার মাথায় আঘাত করে পরে মোঃ আব্দুল খালেক রক্তাক্ত অবস্থায় তার বড় ভাইকে নিজের বেতাগী থানায় যান। অফিসার ইনচার্জ তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বেতাগী অফিসার ইনচার্জ তাকে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলে।তার বাবা এ অবস্থার কথা শুনে তার ছেলে মোং কাইওম বাবার চিকিৎসা করার জন্য ছুটে আসে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। পরে বাধি হয়ে মোঃ কামাল হোসেন সিপন তার স্ত্রী কে ভিকটিম বানিয়ে বেতাগী থানায় মোঃ কাইওম সহ মোট পাঁচ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে ভিকটিমের ডাক্তারি সকল রিপোর্ট মিথ্যা আমার ছেলে বিগত চার মাস জেল হাজতে ছেলের শোকে মা মারা যায় আমার ছেলেকে এখন প্রজন্ত জানানো হয় না তার পরে আরো জানা গেলো জে মারামারি সময় মোঃ কাইওম ঘটনো স্থানে ছিলো না? যারা ঘটনা স্থানে ছিলো তারা বলে মোঃ কাইওম মারামারি সময় ছিলো না এই সাক্ষী দেওয়ার পরে সাক্ষী গনকে হুমকি দেয়?মোঃ আবদুল খালেক প্রশাসনের কাছে এবং সাংবাদিক সকল তথ্যা এবং মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করার শুষ্ঠো বিচার চায়।