করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় ঈদ পরবর্তী দ্বিতীয় দিনে ছাগলনাইয়া উপজেলা ব্যাপী সহ পৌরসভাও কঠোর অবস্থানে রয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ প্রশাসন। পাশাপাশি লকডাউনের প্রথম দিক থেকেও বিজিবি রয়েছে মাঠ পর্যায়ে। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে (ছাগলনাইয়া-পরশুরাম) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ এর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নের লক্ষ্য কাজ করে যাচ্ছেন ছাগলনাইয়া থানা পুলিশ প্রশাসন। বিতরণ করা হচ্ছে মাস্ক।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহেল পারভেজ দৈনিক বাংলার অধিকারকে জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। মাস্ক বিতরণ সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানানো হচ্ছে। সবাই যেন মাস্ক পরিধান করে সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, মোঃ রফিক আহমেদ (তদন্ত), সেকন্ড অফিসার মুনিরুল ইসলাম, এসআই আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান সহ ছাগলনাইয়া থানা অন্যন্য পুলিশ সদস্য।