ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ২৯৯ রানের বড় লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সুন্দর সূচনা করেছে বাংলাদেশ।
দুজনের জুটিতে ৮৮ রান উঠতেই মাঠ ছাড়লেন লিটন।
এর পর তামিমের সঙ্গে ৫৯ রানেই জুটি থামে সাকিবের।
পেসার লুক জংওয়ের অফস্টাম্পের বাইরের লেন্থ বল কাট করতে গিয়েছিলেন সাকিব কিন্তু টাইমিং মেলাতে পারেননি ক্যাচ নিয়ে ফেললেন চাকাভা।
টেন্ডাই চাতারাকে চার মেরে ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম ইকবাল। মাত্র ৮৭ বলেই মাইলফলকে গেলেন এই তামিম ইকবাল।
গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তামিম। এই পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩০ ওভার ৫ বলে টাইগারদের সংগ্রহ ১৯১ রান। তামিম ব্যাট করছেন ১০৭ রান নিয়ে।