শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সিরাজদিখানে কোরবানির গরু-ছাগলের বেচা কিনা হাট- দৈনিক বাংলার অধিকার

আরিফুল ইসলাম শাকিল,সিরাজদিখান প্রতিনিধি / ১৩৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

আর মাত্র এক দিন পর পবিত্র ঈদুল আজহা। আর ঈদকে ঘিরে জমে উঠেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোরবানির পশুর হাট। উপজেলার ৮টি পশুর হাটৱ থেকে পশু ক্রয় করছেন ক্রেতারা। ভাল দামে নিজের কষ্টে পালিত পশুটি বিক্রি করতে হাটে ভীড় করছেন বিক্রেতারা। আর পছন্দের গরুটি কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। তবে আজ সোমবার কিছু বেচা কিনা চলছে । ইজারাদারদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই পরিচালনা করা হচ্ছে হাট। এতে প্রথম দিনে ক্রেতা ছিল কম, বিক্রিও ছিল কম। বেশিরভাগ ক্রেতা এসে হাট দেখে চলে গেছে।

উপজেলার মালখানগর, ইছাপুরা, কুচিয়ামোড়াসহ বিভিন্ন কোরবানীর পশুর হাট জমে উঠেছে। মাঠের সারি সারি গরু ছাগল বেঁধে রাখা হয়েছে। আর ক্রেতারা এসে পশুর দরদাম করছে। কিন্তু বেশিরভাগ ক্রেতারা হাট ঘুরে দেখছে। দরদাম সঠিক হলে কিনবে তা না হলে শেষের দিন মঙ্গলবার পর্যন্ অপেক্ষা করে কিনবে।

বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, হাটে পর্যাপ্ত গরু ছাগল রয়েছে আশা অনুরূপ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, যদি দরদামের বনে তবে গরু কিনে বাড়ি যাব। আর যদি দরদামের না বনে তবে আরো এক দিন আছে তার মধ্যে কিনে নিব।

ক্রেতারা অনেকেই বলেন, আশেপাশের গরুর হাট ঘুরে যে হাটে পছন্দের ও দাম কম পাবো সেখানে কিনব। বিক্রেতারা ঈদের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে, তবে হাটে অনেক গরু আছে আমরা সামান্য লাভ হলে বিক্রি করে দিচ্ছি। কাল থেকে পূর্ণোদ্যমে বেচা কেনা শুরু হয়ে যাবে।

সিরাজদিখানে ইছাপুরা স্কুল মাঠের এবং মালখানগর কলেজ মাঠের ইজারাদার বলেন, প্রথম থেকে হাটে মোটামুটি বেচাকেনা হয়েছে। এছাড়া আমাদের হাটে প্রচুর গরু উঠেছে এবং বিক্রি হবে চান রাত পর্যন্ত।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!