ফেনীর ছাগলনাইয়াবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ছাগলনাইয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা মহান আল্লাহ্ তায়ালার এক পবিত্র উপহার। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ্ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার কামনা। ঈদের প্রত্যয় হোক ধনী-গরিবের ব্যবধান ভুলে গিয়ে, জুলুম নিপীড়ণ থেকে জনগণের মুক্তি ও গোটা বিশ্ব জাহানে শান্তি প্রতিষ্ঠার। আমার প্রিয় ছাগলনাইয়াবাসীকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি “ঈদ মোবারক”।
ওসি মোঃ শহীদুল ইসলাম আরো বলেন, ছাগলনাইয়া থানা পুলিশ উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছি। উপজেলার বিভিন্ন গরুর হাট বাজারে পুলিশের টহল সহ সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গরুর হাট বাজারে জাল টাকা সনাক্ত করণের লক্ষ্য ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ জনগন যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করবে ছাগলনাইয়া থানা পুলিশ প্রশাসন।পাশাপাশি ছাগলনাইয়াবাসীকে কোরবানির পশু জবাই এবং আবর্জনা তাৎক্ষণিকভাবে অপসারণ করে পরিবেশ দূষণমুক্ত রাখতে ছাগলনাইয়াবাসীর প্রতি তিনি উদাত্ব আহ্বান জানান। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ ও নিরাপদে থাকুন।