গত বুধবার বিকেল ৫ঃ৩০ ঘটিকায় রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকের হাট বাজারে সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম করোনার বিস্তার প্রতিরোধে রাষ্টীয় দায়িত্ব পালন করতে গেলে,সেখানকার এক চা বিক্রেতা ফরকেরহাট হাই স্কুলের গেটের পাশেই খোলা জায়গায় সরকারী বিধি অমান্য করে দোকান বসালে
জন সমাগম নিয়ন্ত্রণে এসিল্যান্ড উচ্ছেদের নির্দেশ দেন।দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশ পালন করতে গেলে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু পুলিশ সদস্যদের বাধা দেন।এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা বেগমের সাথে অযাচিত তর্ক করেন।দায়িত্বরত পুলিশ সদস্যরা মঞ্জু মিয়াকে থামাতে গেলে পুলিশ সদস্যদের সাথে মঞ্জু মিয়া ও তার অনুসারীদের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে।পরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী করে রাতেই রাজারহাট থানায় মামলা করা হয়।মামলা নং ২।
রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের দ্রুত গ্রেফতারে তৎপরতা চালাচ্ছি।