কুড়িগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি একদিনে আরো একজনের মৃত্যু এবং আক্রান্ত ৪০ জন।
কুড়িগ্রামে সরকারের দেয়া ৭দিনের কঠোর লকডাউনেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।গত ২৪ঘন্টায় সদর উপজেলার কলেজপাড়া এলাকার আরো একজন করোনায় মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা পজিটিভ হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মারা যান।এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০জনে।
আর গত ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো ৪০জন। এছাড়াও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ রোগী অক্সিজেন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪জন। করোনা উপসর্গ নিয়েও ভর্তি আছেন বেশ কয়েকজন।
রোববার (৪জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা:হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট নেই। তবে আইসিইউ না থাকায় এত রোগীর চাপ সামাল দেয়া যেমন কষ্টকর তেমনি মারাত্নক সংকটে থাকা রোগীদের চিকিৎসা সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
আরও সংবাদ জানতে আমাদের সাথে থাকুন
এদিকে,করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৪র্থ দিনেও দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা পুলিশ টহলসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রয়োজন ব্যাতিত বিনা কারণে বাহিরে ঘুরা ফেরা না করে ঘরেই থাকুন সুস্থ্য থাকুন।