বগুড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে এবার মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। বৃহস্পতিবার ১লা জুলাই-২১ইং সকালে শহরের সাতমাথা থেকে এই অভিযান শুরু হয়।
এসময় শহরে রিক্সা,মোটর সাইকেল ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়।
যেসব মানুষ জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেক পোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় তিনি বলেন, জেলায় কঠোর বিধি-নিষেধ পালনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তারা মাঠে থাকবে সব সময় । জেলা শহরে জেলা প্রশাসনের বেশ কয়েকটি ম্যাজিস্ট্রেট মাঠে ভ্রাম্যমান আদালতে নিয়োজিত আছে। অন্যান্য বারের তুলনায় এবার আরও কঠোর বিধি-নিষেধ পালনে কঠোর ভূমিকা পালন করা হবে। করোনা সংক্রমণ ঠেকাতে এই কঠোর ভূমিকা পালন করা হবে।
এসময় জেলা প্রশাসক(ডিসি) বগুড়া বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজে নিজেকে রক্ষা করুন। বিনা প্রয়োজনে ঘরেই থাকুন। নিজের দায়িত্ব নিজে না নিলে কঠোর বিধি-নিষেধ দিয়ে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।
অপর দিকে সকাল থেকে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা পুলিশ সদস্যদের নিয়ে কাজ করছেন মাঠে। তিনি বলেন, এবারের লক ডাউন অন্য রকম। যেহেতু করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে। বগুড়া জেলায় আর্মি পুলিশ বিজিবি মাঠে আছে। আমরা বগুড়াবাসীকে বলবো অতিতে যেভাবে আমাদের সহযোগীতা করেছেনে এবারেও সেভাবে সহযোগিতা করবেন। নিত্য প্রয়োজনীয় বিশেষ কোন প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। এসময়টা আপনার পরিবারকে দেন, আপনার সন্তানদের দেন। আমরা চাই সরকারী নির্দেশনা যা রয়েছে তা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে মেনে চলবেন। এটাই আমাদের বিশেষ অনুরোধ।