মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৯৪ ক্যান বিয়ার ও বিদেশী মদসহ লরেন্স রোজারিও (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার(৩০ জুন) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলার বরুই হাজি গ্রাম এলাকা থেকে বিয়ার ৯৪ ক্যান, ০২ লিটার বিদেশী মদ, ০১ লিটার দেশী বাংলা মদ,ও মাদক বিক্রির নগদ ৮৬,০০০/- টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ০১ টি সহ তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী লরেন্স রোজারিও (২৮), উপজেলার বরুই হাজি গ্রামের (০৫ নং ওয়ার্ড) মন্টু রোজারিও ছেলে।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়কালে বিয়ার, বিদেশী মদ ও দেশী বাংলা মদসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধিন রয়েছে।