সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। উপজেলার ১টি পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের ( প্রত্যক ইউনিয়নে ৫০ জন কৃষককে) মোট ৩০০ জন কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করছে কৃষি বিভাগ। বুধবার (৩০ জুন) ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে খরিফ-২ এর আওয়াতা ২০২১-২২ মৌসুমে রোপা আমন ধানের বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষককে ধানবীজ ও সার দেয়া হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল করিম কাউছার সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।