করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘কার্যকর’ লকডাউনের কোন বিকল্প হিসাবে বিবেচনা করে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা দিয়েছেন সরকার।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহ বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী এক-সপ্তাহের জন্য আমরা কঠোর বিধি-নিষেধ দেবো।
দরকার হলে তা আরও বাড়ানো হবে। এটি কঠোরভাবে যাতে সকলে প্রতিপালন করে সে জন্য বেশ কড়াকড়ি হবে।
লকডাউন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে পুলিশ-বিজিবির সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। পেমেন্ট বিষয়ক কাজগুলো স্বল্প পরিসরে চলবে। এছাড়া সাংবাদিকসহ জরুরি পেশার সাথে জড়িতদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা হবে বলে জানান।