সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র বহিস্কৃত সভাপতি মাহবুবুল হক ভুঁইয়াকে (৫৮) গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়েছে। দল থেকে অনিয়মের কারনে ৬ মাস আগে তাকে বহিষ্কার করা হয় কিন্তু দলের নাম ভাঙ্গিয়ে হরদম মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৯ টায় থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি এবং ছাগলনাইয়া থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে শুভপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম জয়পুর ছিদ্দিক উল্যাহ্ প্রফেসর বাড়ির মৃত সামছুল হক ভুঁইয়ার ছেলে মাহবুবুল হক ভুঁইয়াকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে সংশ্লিষ্ট ধারা ছাগলনাইয়া সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম আসামীকে ১ বছর ৬ মাসের কারান্ড প্রদান করেন।
পরবর্তীতে একই ইউনিয়নে মধ্যম জয়পুর গ্রামে কামরুল হোসেন’র স্ত্রী রাবেয়া সুলতানা (২৫), মৃত রুহুল আমিনের ছেলে কামরুল হোসেন (৩০) ও মোঃ শিবলু (২১) এর কাছ থেকে ১’শ ৭৯ পিস ইয়াবা যার মূল্য ১৯ হাজার ৯ ‘শ টাকা উদ্ধার করা হয়। ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাগলনাইয়া থানা একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ৬ মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবেনা।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।