চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে টর্নেডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবারের এ ঝড়ে দক্ষিণাঞ্চলীয় বার্কলেভ এবং হডোনিন জেলার অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে। তীব্র বাতাসের ঝাপটা অনেক গাছ উপড়ে ফেলেছে এবং একাধিক গাড়িও উল্টে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো দেখাচ্ছে। “যেন জীবন্ত নরক,” ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এমনটাই বলেছেন সাউথ মোরাভিয়ার আঞ্চলিক গভর্নর ইয়ান গ্রলিচ। দেশের বিভিন্ন এলাকা থেকে চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী অস্ট্রিয়া এবং স্লোভাকিয়াও সাহায্যকারী দল পাঠিয়েছে।