ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৩ জুন) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল সহ উপজেলা পরিষদের সকল দাপ্তরিক প্রধানগন।
ছাগলনাইয়া হাসপাতালে কর্মকর্তা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। প্রয়োজনের তুলনা অর্ধেক সংখ্যক ডাক্তার নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে ছাগলনাইয়া উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন” মাদক, কিশোর গ্যাং, গরুচোর ধরতে মাঠে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, মাদক কারবারি যে দলের হোক তাকে কোন ছাড় নয়, পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রতি অনুরোধ করে বলেন, অপরাধী যে দলের হোক আটক করে চালান করে দিবেন।