তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
“মুজিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন’’ এই শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় রাজশাহীর বাঘায় ৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো তাদের স্বপ্নের ঠিকানা (ঘর)।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় ২য় পর্যায়ে ৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু , উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা , সহকারী কমিশনার ভূমি কামাল হোসেন , থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী , মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার , সকল ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা সহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।
উল্লেখ্য যে, প্রথম ধাপে এই উপজেলায় ১৬ টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৩৫ টি পরিবার জমি ও গৃহ পাবেন।