মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ২য় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শাহরাস্তি উপজেলায় ‘ক’ তালিকাভুক্ত ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন বিষয়ে প্রেস কনফারেন্স করেন শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার জনাব শিরীন অাক্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ , জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান এবং চাঁদপুর সিটি কলেজের প্রভাষক খন্দকার মো. শামসুল আলম সুজন, বাংলা ভিশনের কাতার প্রতিনিধি আবু ইউছুফ লিংকন , বিশিষ্ট সাংবাদিক ও সুচিপাড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জনাব আবুল কালাম , শাহরাস্তি প্রেসক্লাবের সেক্রেটারি মাসুদ আলম সহ বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । উক্ত প্রেস কনফারেন্সে মাননীয় ইউএনও মহোদয়কে ৩০টি ভূমিহীন ও গৃহহীনদের পুন’বাসন বিষয়ে বিভিন্ন ধরনের গঠনমূলক প্রশ্ন করেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার নেতা খন্দকার মো. শামসুল আলম সুজন এবং সাংবাদিক আবু ইউছুফ লিংকন, সাংবাদিক মঈনুল ইসলাম কাজল । মাননীয় ইউএনও সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন এবং বস্তুনিষ্ট ও সত্য সংবাদ পরিবেশনের জন্য সকল স্তরের সাংবাদিক উদাত্ত আহ্বান করে আগামী ২০ জুন ২০২১ তারিখে ঘর বিতরন অনুষ্ঠানের সকল স্তরের সাংবাদিক থাকার অনুরোধ করে প্রেস কনফারেন্স সমাপ্ত করেন ।