চাঁদপুরে স্বাস্থ্যবিধি মেনে অত্যান্ত মনমুগ্ধকর আয়োজনে সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিমিটেডের মেকানিক ও গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলম ব্রাদার্সের প্রোপাইটর এবং সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিমিটেডের ডিস্ট্রিবিউটর মোঃ আলমগীর মিয়াজী। তিনি বলেন, সিগমা অয়েল ও সয়েল বিক্রি করে আমি খুব আনন্দ পাচ্ছি এবং গ্রাহকও খুশি। কেননা এটি গাড়ীর ইঞ্জিন ভালো থাকে এবং মাইলেজও বেশি পাওয়া যায়। বিশেষ করে প্রাইভেট কার গুলো ৫ হাজার কিলো, বাইকগুলো ২ হাজার কিলো এবং সিএনজি গুলিও সানন্দে মাইলেজ পাচ্ছে। এই কোম্পানিটি তার কাষ্টমারদের সব সময় কিছু দিতে উদগ্রীব থাকে। তাই সিগমা অয়েল এবং সয়েল এগিয়ে যাক এই প্রত্যাশা করছি।
সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিমিটেডের এজিএম (সেলস) সাইফুর রহমানের সভাপতিত্বে এবং ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিমিটেডের টেরিটরি ম্যানেজার জাহিদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে র্যাফেল ড্র হয় এবং ১০জনকে পুরষ্কৃত করা হয়। এ সময় সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিমিটেডের বিভিন্ন গ্রাহকগণ উপস্থিত ছিলেন। পরে সকলের নৈশভোজে অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।