আগামী ২১ জুন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে লক্ষীপুর কমলনগর উপজেলার ৫ নং চর ফলকন,৭ নং হাজির হাট ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদেও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থীরা।
তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুত।
৩ টি ইউনিয়নেরই হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে জমে উঠেছে প্রচারণ
ইউনিয়ন পরিষদের করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর প্রথম ধাপের এ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মোশাররফ হোসেন বাঘা , স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীকে ইব্রাহিম হাওলাদার, ঘোড়া প্রতীকে সাজ্জাদুর রহমান, মটর সাইকেল প্রতীকে মোস্তাফিজুর রহমান,টেবিল ফ্যান প্রতিকে মিজানুর রহমান,জাকের পাটি গোলাপ ফুল প্রতীকে মোঃ জহির উদ্দিন ও ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে আবদুর রহমান।
বিজ্ঞাপন
অপরদিকে উপজেলার হাজির হাট ইউনিয়নে ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন , স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন মিলন ‘চশমা প্রতীক’, আবু ছিদ্দিক ‘আনারস প্রতীক’ হাজী মোঃ শাহাজান মোটর সাইকেল প্রতীক,খোরশেদ আলম অটো রিকশা প্রতীক,ইসমাইল হোসাইন বিপ্লব ঘোড়া প্রতীক,ইউসুফ আলী টেবিল ফ্যান প্রতিক,ও বিকল্প ধারার কুলা প্রতীধকে ছিদ্দিক উল্ল্যা মিয়া এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ‘হাতপাখা প্রতীক’ নিয়ে মোঃ রিয়াজ উদ্দিন ।
০৯ নং তোরাবগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী মির্জা আশ্রাফুল জামাল রাসেল নৌক প্রতীক,,ফয়সল আহমদ রতন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা,, স্বতন্ত্র প্রার্থী মৌসুমী আক্তার আখি আনারস, সুলতান আহমদ টিপু অটোরিকশা, জামাল উদ্দিন টেবিল ফ্যান,
এছাড়া ৩ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি থেকে কোনো প্রার্থী না থাকায় কমলনগরের এই তিনটি ইউপিতেই মূল লড়াই হবে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের প্রার্থীর মধ্যে।
৫নং চর ফলকন ইউনিয়নে ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমানের মাইক ছিনতাই, তোরাব গন্জ,হাজির হাট ইউনিয়নে অফিস পোষ্টা চেয়ার টেবিল ভাংচুরসহ, মামলার হামলার অভিযোগ আছে।
তবে সাধারণ ভোটাদেরর সাথে কথা বলে জানাযায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা কেন্দ্র গিয়ে তাদের প্রচন্দের প্রার্থীকে ভোট দিবেন